Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে ছাদের পলেস্তারা খসে চিকিৎসক আহত


৩ জুন ২০১৯ ১৩:১১ | আপডেট: ৩ জুন ২০১৯ ১৩:২৩

ঢাকা: ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে  একজন  চিকিৎসক আহত হয়েছেন। সোমবার (৩ জুন) সকাল সাড়ে ১০ দিকে হাসপাতালের বহির্বিভাগে ইনফার্টিলিটি কেয়ার সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দিন জানান, ইনফার্টিলিটি কেয়ার সেন্টারে (বন্ধ্যাত্ব বিভাগ) রোগী দেখার সময় মিতু নামের একজন চিকিৎসকের মাথায় ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে তিনি আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য জরুরী বিভাগে পাঠানো হয়।
এ ঘটনায় কোনো রোগী আহত হয়নি বলে জানান ডা. নাসির উদ্দিন।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, আহত চিকিৎসক মিতুর মাথায় দুটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তাকে অবজারভেশনে রাখা হয়েছে।

ইনফার্টিলিটি কেয়ার সেন্টারের কয়েজন নার্স ও আয়া জানান, ছাদের পলেস্তারা খসে পড়ার সমস্যা দীর্ঘদিনের। সব সময় আতংকে থাকতে হয়। আজ একজন চিকিৎসক আহত হয়েছেন। এখন হয়তো মেরামত হবে।

সারাবাংলা/এসআর/প্রমা

 

আহত চিকিৎসক ঢামেক পলেস্তারা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর