Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধলেশ্বরী নদীতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


৩ জুন ২০১৯ ১২:০৯

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২ মে) রাতে ফতুল্লার রাজাপুর এলাকার মনির হোসেনের ইটভাটার কাছের নদীতে মৃতদেহটি ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইলিয়াস জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল নীল রঙের গেঞ্জি ও সাদা-কালো চেক ট্রাউজার। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কিভাবে মৃতদেহটি নদীতে এলো তাও জানা যায়নি। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

অজ্ঞাত মৃতদেহ ধলেশ্বরী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর