Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর রামপুরায় ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু


৩ জুন ২০১৯ ০৯:১৮

ঢাকা: রাজধানীর রামপুরা উলন রোডের একটি বাসার ছাদ থেকে পড়ে রিমন সরদার (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) ভোর ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

প্রথমে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রিমন গাজিপুর কালিগঞ্জের নাসির সরদারের ছেলে। দুই ভাইয়ের মধ্যে রিমন ছিল বড়।

রিমনের খালা মিথিলা জানান, তারা রামপুরা উলন রোডে জমিদার গলির একটি বাসার চার তলায় ভাড়া থাকেন। রিমন স্থানীয় একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়েতো। আজ ভোরে পাঁচতলা বাসার ছাদে উঠে দুষ্টমী করছিল। এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে যাওয়ার সময় নিচে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমআই

ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর