Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোয়াইনঘাট পুলিশ কোয়ার্টারে এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার


২ জুন ২০১৯ ২৩:৫৮ | আপডেট: ৩ জুন ২০১৯ ০০:৩০

সিলেট: সিলেটের গোয়াইনঘাট পুলিশ কোয়ার্টার থেকে সুদীপ বড়ুয়া (৪৫) নামের এক উপপরিদর্শকের (এসআই) ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করেছেন। আর সুদীপের পরিবারের অভিযোগ, ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে সবসময় মানসিক চাপে রাখতেন বলে তিনি আত্মহত্যা করেছেন।

এসআই সুদীপ বড়ুয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার সোনাইচড়ি গ্রামে। তার বাবা বরেন্দ্র লাল। রোববার (২ জুন) দুপুর আড়াইটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও সুদীপের পরিবারের সদস্যরা জানান, ২৮ বছর ধরে পুলিশে চাকরি করছেন সুদীপ। এ বছরের ১৬ ফেব্রুয়ারি তিনি গোয়াইনঘাট থানায় বদলি হয়ে আসেন। তার এক ছেলে নৌবাহিনীর স্কুলে, এক মেয়ে মেডিকেল কলেজে ও আরেক মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন।

সুদীপের মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শতাব্দী বড়ুয়া অভিযোগ করে বলেন, বাবা প্রায়ই ফোনে বলতেন, গোয়াইনঘাট থানার ওসি তার সঙ্গে দুর্ব্যবহার করেন। দিনরাত চাপের মধ্যে রাখেন। শনিবারও (১ জুন) সুদীপ বলেছেন, এ থানায় তিনি আর থাকতে চান না। গোয়াইনঘাট থানার ওসিই তার বাবার আত্মহত্যার কারণ উল্লেখ করে ওসির শাস্তি দাবি করেন শতাব্দী।

গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল সারাবাংলাকে বলেন, সকালেও সুদীপ অফিস করেছেন। থানা কম্পাউন্ডের দ্বিতীয় তলার একটি রুমে একা থাকতেন তিনি। দুপুরের দিকে পোশাক পরা অবস্থায় বেল্ট দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন তিনি। এর পেছনে কী কারণ থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুর রহমান সারাবাংলাকে জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে এসআই সুদীপের ঝুলন্ত মরদেহ নামানো হয়েছে। এটা পুরোপুরি আত্মহত্যা, এতে কোনো সন্দেহ নেই। গলায় দড়ি দিয়ে আত্মহত্যার সবগুলো লক্ষণ পাওয়া গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এক প্রশ্নের মাহবুবুর রহমান বলেন, কাজের চাপ পুলিশের সবারই আছে। এটা স্বাভাবিক বিষয়।

সারাবাংলা/টিআর

আত্মহত্যা এসআই সুদীপ এসআইয়ের ঝুলন্ত লাশ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর