বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
৩ জুন ২০১৯ ০০:০২ | আপডেট: ৩ জুন ২০১৯ ০০:৩৭
বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী ম্যাচগুলোর জন্যও শুভকামনা জানিয়েছেন। এসব ম্যাচে আত্মবিশ্বাস ধরে রাখা জয়ের ধারা অব্যাহত রাখতে টাইগারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, রোববার (২ জুন) লন্ডনের ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ড বিশ্বকাপে যাত্রা শুরু করেছে টাইগাররা। বিশ্বকাপের মিশনটা জয় দিয়েই শুরু হলো বাংলাদেশের। প্রোটিয়াদের ৩৩১ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ৩০৯ রানে থামিয়ে দেয় লাল-সবুজের দল। তাতে ২১ রানের জয় সঙ্গী হয় টাইগারদের। ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান।
আগামী ৫ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। লন্ডনের ওভাল মাঠেই অনুষ্ঠিত হবে খেলাটি।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এনআর/এসবি/টিআর
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ স্পেশাল সাকিব আল হাসান