Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষমতা দেখাবেন না, পুলিশ সদস্যদের সিএমপি কমিশনার


২ জুন ২০১৯ ২১:৩৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরতদের ‘ক্ষমতা না দেখিয়ে’ চাকরি করার আহ্বান জানিয়েছেন কমিশনার মো. মাহাবুবর রহমান।

রোববার (২ জুন) নগরীর কোতোয়ালী থানায় গণমাধ্যমকর্মী এবং সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে কমিশনার এসব কথা বলেন।

কমিশনার বলেন, ‘আমরা (পুলিশ) এ মাটির সন্তান। এখানে বাহাদুরি দেখানোর কিছু নেই, ক্ষমতা প্রয়োগেরও কিছু নেই।’

এছাড়া সিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশে কমিশনার বলেন, ‘আমি (পুলিশ) নিজে মানুষ, আমি একটি পরিবারের সন্তান, আমি গ্রামের সন্তান, আমি কোথা থেকে উঠে এসেছি, সেটা মাথায় রাখবেন। তাহলে দেখবেন, বাহাদুরি আর ক্ষমতা দেখানোর কিছু থাকবে না। ক্ষমতা না দেখিয়ে পুলিশের চাকরি করুন।’

গণমুখী ও মানবিক পুলিশ গড়ার স্বপ্নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মানবিক পুলিশিংয়ের উদ্যোগ আমাদের আছে। আমি নিজেও সবসময় চেষ্টা করছি। অনেকসময় ব্যর্থ হই, তারপরও আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি আপনার অবস্থান থেকে দেশকে কিছু দেন। আমি আমার অবস্থান থেকে কিছু দিই। আমরা সবাই এদেশের সন্তান। নিজ নিজ অবস্থান থেকে আমরা যদি অবদান রাখি, তাহলে এই দেশ একদিন স্বপ্নের সোনার বাংলা হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, নগর পুলিশের উপকমিশনার মেহেদী হাসান, মো. আব্দুল ওয়ারিশ খান ও মেহেদী হাসান, অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আব্দুর রউফ, সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা ও কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমআই

চট্টগ্রাম পুলিশ সিএমপি কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর