বগুড়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু
২ জুন ২০১৯ ১৯:৫২ | আপডেট: ২ জুন ২০১৯ ২০:০১
বগুড়া: জেলার শাজাহানপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। নিহত ট্রাকচালক বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা রেজাউল করিম (৩৫)।
রোববার (২ জুন) দুপুর ২টায় উপজেলার আড়িয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দি জানান, শাজাহানপুর উপজেলার যমুনা গ্যাস ফিল্ড থেকে এলপি গ্যাস সিলিন্ডার বোঝাই করে একটি ট্রাক (বগুড়া-ব-১১-১৫৯৩) বগুড়ার সারিয়াকান্দি যাচ্ছিল। পথে আড়িয়া বাজারে ঢাকাগামী ধানসিঁড়ি নামে একটি খালি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৪৬০২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের চালক মারা যান।
দুর্ঘটনায় পড়া বাস-ট্রাককে জব্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এমও