Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে ১৬ হাজার পিস ইয়াবাসহ আটক ২


২ জুন ২০১৯ ১৭:৩৭ | আপডেট: ২ জুন ২০১৯ ১৮:৪১

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তাদের শরীরের বিভিন্ন স্থানে ও মোটরসাইকেলে ইয়াবাগুলো লুকানো ছিল।

রোববার (২ জুন) সকালে ফরিদগঞ্জের টিঅ্যান্ডটি মোড় আটক করা হয় এই দু’জনকে। আটক দু’জন হলেন— ফরিদগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের আলী আহম্মদের ছেলে আল আমিন ও কুষ্টিয়া জেলার দৌলতপুরের বদু মোল্লার ছেলে তরিকুল ইসলাম।

চাঁদপুরে পুলিশ সুপার জিহাদুল কবির এক প্রেস ব্রিফিংয়ে জানান, আল আমিন ও তরিকুল ইসলাম ইয়াবাগুলো বিশেষ কৌশলে শরীরে বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছিল। সন্দেহ হলে পুলিশ তাদের শরীর ও মোটরসাইকেল তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। তারা মূলত খুচরা বিক্রেতাদের কাছে ইয়াবা সরবরাহ করে।

পুলিশ সুপার জানান, আল আমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি ও তরিকুলের বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে।

সারাবাংলা/টিআর

ইয়াবা ইয়াবা বিক্রেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর