Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মমতাজউদদীন আহমদের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক


২ জুন ২০১৯ ১৮:৩৩

ঢাকা: প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে পাঠানো আলাদা শোকবার্তায় তারা এই শোক জানান।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যু বাংলাদেশের সাংস্কৃতিক জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’ এসময় তিনি মমতাজউদদীন আহমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

এদিকে, পৃথক শোক বার্তায় নাটক ও শিক্ষা ক্ষেত্রে মমতাজউদদীনের অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘তার মৃত্যুতে শিক্ষা ও নাট্য জগতে অপূরণীয় ক্ষতি হলো।’ শেখ হাসিনাও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চলে গেলেন মমতাজউদদীন আহমদ

রোববার (২ জুন) বিকেল ৩টা ৪৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরেণ্য নাট্যকার, অভিনেতা ও শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদদীন আহমেদ। গত ১৬ মে থেকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সারাবাংলা/এমও

প্রধানমন্ত্রী মমতাজউদদীন আহমদ রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর