জয়পুরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু
২ জুন ২০১৯ ১৮:০১ | আপডেট: ২ জুন ২০১৯ ১৮:০২
জয়পুরহাট: জয়পুরহাটে বজ্রপাতে হাফিজুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) দুপুরে ক্ষেতলাল উপজেলার মুন্দাইল গ্রামের মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত কৃষক মুন্দাইল গ্রামের আকবর আলীর ছেলে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি শাহরিয়ার খান জানান, হাফিজুল প্রতিদিনের মতো নিজের জমিতে কাজ করছিলেন। দুপুর ১টার দিকে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একই গ্রামের নাহিদ হোসেন নামের আরও একজন কৃষক আহত হয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সারাবাংলা/এমও