Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকাশের অ্যাড মানি ক্যাম্পেইনে আইফোন পেলেন তিন বিজয়ী


২ জুন ২০১৯ ১৭:৫৬

ঢাকা: বিকাশের নতুন চালু হওয়া অ্যাড মানি সেবা নিয়ে আয়োজিত ‘উইন আইফোন’ ক্যাম্পেইন-এ প্রথম সপ্তাহের তিন বিজয়ীকে আইফোন তুলে দিল বিকাশ। সহজ একটি প্রশ্নের জবাব দিয়ে এবং দুটো ট্রানজেকশন করে তিন ভাগ্যবান বিজয়ী এই পুরস্কার পেলেন।

প্রথম সপ্তাহের তিনজন পুরস্কার বিজয়ী হলেন সঞ্জয় সেন গুপ্ত, খায়রুল আহসান এবং দেব প্রসাদ দাস।

গত ১৬ মে থেকে শুরু হওয়া অনলাইনভিত্তিক এই কুইজ প্রতিযোগিতায় বিপুল সংখ্যক বিকাশ গ্রাহক অংশ নেন। পরবর্তীতে কয়েকধাপে যাচাই-বাছাই করে বিচারকমণ্ডলির বিশ্লেষণে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত করা হয়। এই ক্যাম্পেইনে বিচারকের দায়িত্ব পালন করেন সাংবাদিক জাকির হোসেন এবং আব্দুর রহিম হারমাছি।

বিকাশের ‘উইন আইফোন’ ক্যাম্পেইন ১২ জুন পর্যন্ত চলবে। আগ্রহীরা https://www.bkash.com/Win_iPhone এ গিয়ে রেজিস্ট্রেশন করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে এবং নূন্যতম ১০০০ টাকার দুটি (অ্যাড মানি ও পেমেন্ট) ট্রানজেকশন করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতি সপ্তাহে সেরা তিনজন পাবেন আইফোন।

উল্লেখ্য বর্তমানে ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্যাংক এশিয়া, মিডল্যান্ড ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর অনলাইন থেকে গ্রাহক নির্দিষ্ট ধাপ অনুসরণ করে সহজেই বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারছেন কোনো ধরনের বাড়তি খরচ ছাড়াই।

এ ছাড়া যে কোনো ধরনের মাস্টার কার্ড( স্থানীয় ব্যাংক থেকে ইস্যুকৃত) থেকে বিকাশ অ্যাপেই নিজের অথবা অন্য যে কারো একাউন্টে তাৎক্ষনিক টাকা ট্রান্সফার সুবিধা মিলছে। এক্ষেত্রে বাড়তি কোন চার্জ লাগছে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

আইফোন বিকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর