ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা এবার: কাদের
২ জুন ২০১৯ ১৫:১৩ | আপডেট: ২ জুন ২০১৯ ১৫:২৬
ঢাকা: এবার ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা হচ্ছে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কোনো যানজট কিংবা ভোগান্তি নেই। ঈদযাত্রায় ও ঈদ ঘিরে সার্বিক নিরাপত্তায় আমাদের বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক আছে, থাকবে।’
রোববার (২ মে) নারায়ণগঞ্জের দ্বিতীয় মেঘনা সেতু পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব কি ভুলে গেছেন তারা ক্ষমতায় থাকাবস্থায় তিনবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন? দুর্নীতির অভিযোগে যাদের বিচার হয়েছে এবং হচ্ছে তাদের মুখে দুর্নীতির অভিযোগ ভূতের মুখে রাম নামের মতো।
ভারতের নতুন সরকারের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কের বিষয়ে মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে যেসব অমীমাংসিত ইস্যু রয়েছে সেগুলো শিগগিরই মীমাংসা হবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
এসময় জেলা পুলিশ সুপার হারুনুর রশিদসহ জেলা প্রশাসন, সড়ক ও জনপথ এবং জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমএমএইচ/জেএএম