Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাউখালী প্রেসক্লাবে সাংবাদিককে মারধর


২ জুন ২০১৯ ০১:৪৩

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদ সৈয়দ বশির আহম্মেদকে মারধর করে আহত করা হয়েছে। শনিবার ইফতারের পরপরই প্রেসক্লাবের সামনে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বশির আহম্মেদ নিজেই।

তার অভিযোগ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নাকে এক অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় তার অনুসারীরা ক্ষুব্ধ হয়ে বশিরকে মারধর করেন। আহত বশির কাউখালী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি রয়েছেন। বশির দৈনিক আমাদের সময় পত্রিকার কাউখালী উপজেলা প্রতিনিধি এবং উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি।

বিজ্ঞাপন

তবে ইসহাক আলী খান পান্না এই অভিযোগ অস্বীকার করেন। সারাবাংলাকে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে আমি এবং আমার কোন অনুসারী জড়িত নয়।

এদিকে বিষয়টি নিয়ে কথা বলার জন্য একাধিকবার কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

সারাবাংলা/এমআর/টিএস

পিরোজপুর সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর