Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেটে খাওয়া মানুষদের নিয়ে ঢাকা ওয়াইএমসিএ’র ইফতার


১ জুন ২০১৯ ২২:১৪

ঢাকা: রমজানের তাৎপর্যকে উপজীব্য করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, রিকশাচালক, দিনমজুরসহ খেটে খাওয়া প্রায় চারশ ব্যক্তিকে নিয়ে ইফতার আয়োজন করেছে ঢাকা ইয়ং মেনস খ্রিষ্টিয়ান অ্যাসোসিয়েশন (ঢাকা ওয়াইএমসিএ)। শনিবার (১ জুন) রাজধানীর মিরপুর-১০ কার্যালয়ে এই ইফতারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা অসাম্প্রদায়িক চেতনায় সবাইকে উজ্জীবিত হতে আহ্বান জানান। পাশাপাশি সবাই মিলে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশাও জানান।

বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক এম সাইফুল্লাহ সাইফুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াইএমসিএ সভাপতি উইলিয়াম প্রলয় সমদ্দার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ যোষেফ ডি’ সরকার, বোর্ড সদস্য ইলারিশ আর. গমেজ, জিকো ফ্রাঙ্ক রোজারিওসহ স্থানীয় জনপ্রতিনিধি ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/টিআর

ইফতার ঢাকা ওয়াইএমসিএ

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর