Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হত্যার পর’ শিশুটির লাশ লাগেজে ভরে ফেলা হয় মহাসড়কে


১ জুন ২০১৯ ২১:২৫ | আপডেট: ১ জুন ২০১৯ ২১:৩২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে লাগেজের ভেতরে পলিথিনে মোড়ানো এক শিশুর লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ। শিশুটিকে হত্যার পর লাশ পলিথিনে মুড়িয়ে লাগেজে ঢোকানো হয় বলে ধারণা পুলিশের।

শনিবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে মহাসড়কে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় লাশসহ লাগেজ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পটিয়া থানা পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘শিশুটির বয়স আনুমানিক ১১ থেকে ১২ বছরের মধ্যে হবে। লাশে পচন ধরেছে। এজন্য কিভাবে মেরেছে সেটি বোঝা যাচ্ছে না। ধারণা করছি, কয়েকদিন আগে তাকে মেরে লাগেজে ভরে এখানে ফেলা যাওয়া হয়েছে। একটি বাস থেকে লাশসহ লাগেজটি ফেলা হয়েছে বলেও জানতে পেরেছি।’

শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/এমও

মহাসড়ক লাগেজ শিশু হত্যা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর