শারজাহ থেকে আসা যাত্রীর পেটে ৪ সোনার বার
১ জুন ২০১৯ ১৯:২৯ | আপডেট: ১ জুন ২০১৯ ১৯:৪০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে চার পিস সোনার বার জব্দ করা হয়েছে। ওই যাত্রী পেটের ভেতরে করে সোনার বারগুলো নিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।
শনিবার (১ জুন) সকালে লোকমান হোসেন নামে ওই যাত্রীকে আটক করে পতেঙ্গা থানায় সোপর্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ফজলুর রহমান সারাবাংলাকে বলেন, সকাল ৮টা ৪০ মিনিটে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট-৫২১ বিমানবন্দরে অবতরণ করে। কাস্টমসের তল্লাশির সময় যাত্রী লোকমানের গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করা হয়। আর্চওয়ের নিচে তল্লাশির জন্য নিয়ে তার শরীরে সন্দেহজনক বস্তুর উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। পরে যাত্রী স্বীকার করেন, তার পেটের ভেতরে চার পিস সোনার বার আছে।
পরে পায়ুপথ দিয়ে সোনার বারগুলো বের করা হয়েছে বলে জানিয়েছেন এই কাস্টম কর্মকর্তা। তিনি জানান, জব্দ করা প্রতিটি সোনার বারের ওজন ১৭ গ্রাম। চারটির দাম প্রায় ১৬ লাখ টাকা।
আটক লোকমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন কাস্টম কর্মকর্তা ফজলুর রহমান।
প্রতীকী ছবি
সারাবাংলা/আরডি/টিআর