শাহজালালে যাত্রীর পেটে ১১শ ইয়াবা
১ জুন ২০১৯ ১৭:৩২ | আপডেট: ১ জুন ২০১৯ ১৭:৪১
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১শ ৭০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)।
শুক্রবার (৩১ মে) রাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়। শনিবার (১ জুন) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় মো. রিয়াজুল মিয়া (২৯) বাংলাদেশ বিমানযোগে কক্সবাজার থেকে ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আটক করা হয়। পরে পাকস্থলী এক্সরে করে মো. রিয়াজুল মিয়ার পেটে ১১শ ৭০ পিস ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার দাম প্রায় পাঁচ লাখ ৮৫ হাজার টাকা।
আলমগীর হোসেন আরও জানান, বিয়াজুল মিয়ার বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার গুলড়া গ্রামে। তার বাবা মো. আব্দুর রহমান মিয়া। রিয়াজুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/এসজে/টিআর