Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে তুলার গুদামে আগুন


১ জুন ২০১৯ ১৫:০৪

গাজীপুর: গাজীপুরে সিটি করপোরেশন এলাকার একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১ জুন) সকাল পৌনে ৯টার দিকে নগরীর মাঝুখান এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, সকাল পৌনে ৯টার দিকে ওই এলাকার একটি টিনশেডের তুলার গুদামে আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি জানা যায়নি।ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

সারাবাংলা/এমএইচ

গাজীপুর তুলার গোডাউনে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর