Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসির ফল পুনঃনিরীক্ষণ: চট্টগ্রামে জিপিএ-৫ পেল আরও ৪২ জন


১ জুন ২০১৯ ১৩:৪২ | আপডেট: ১ জুন ২০১৯ ১৩:৪৩

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের পর ৪৯২ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুনভাবে জিপিএ-৫ পেয়েছে আরও ৪২ জন। শনিবার (০১ জুন) সকালে ঘোষিত এই ফলাফল সারাবাংলাকে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।

মাহবুব হাসান আরও জানান, পুনঃনিরীক্ষণের পর ঘোষিত ফলাফলে গ্রেড পরিবর্তন হয়েছে ৩৯৮ জনের। ফেল থেকে পাস করেছে ৮০ জন। জিপিএ-৫ পেয়েছে ৪২ জন।

বিজ্ঞাপন

এর বাইরে পুনঃনিরীক্ষণের পর ফল পরিবর্তন হলেও ফেল থেকে ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা ১৪ জন।

মাহবুব হাসান সারাবাংলাকে বলেন, ‘কোনো পরীক্ষার্থী হয়ত আগে তিনটি বিষয়ে ফেল করেছিল। উত্তরপত্র মূল্যায়নের পর দেখা গেছে দু’টিতে বা একটিতে পাস করেছে। বাকি বিষয়ে ফেল রয়ে গেছে। সেটাকে আমরা ফল পরিবর্তন হলেও ফেল থেকে ফেল বলছি।’

গত ৬ মে একযোগে সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাসের হার ছিল ৭৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৯৩ জন। গতবছরের চেয়ে পাসের হার বাড়লেও এবার কমেছে জিপিএ-৫।

ফলাফল ঘোষণার পর ১৯ হাজার ১৮৩ জন পরীক্ষার্থী ১০টি বিষয়ে ৪৪ হাজার ২৯৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা দেন শিক্ষাবোর্ডে। ১০টি বিষয়ের মধ্যে আছে- গণিত, রসায়ন, ইংরেজি প্রথম পত্র, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলা প্রথম পত্র, জীববিজ্ঞান, ইসলাম ধর্ম, ইংরেজি দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র ও পদার্থবিজ্ঞান।

এর মধ্যে গণিতে ৮৩৬৮, রসায়নে ৪৪৭৪, ইংরেজি প্রথম পত্রে ৪২৫০, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৩৬৬৮, বাংলা প্রথম পত্রে ৩৬২৪, জীববিজ্ঞানে ২৫৮৮, ইসলাম ধর্মে ২৩৭২, ইংরেজি দ্বিতীয় পত্রে ২৪৪০, বাংলা দ্বিতীয় পত্রে ২১২৫ এবং পদার্থবিজ্ঞানে ২০৯০টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

বিজ্ঞাপন

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১০৩০ টি স্কুলের ১ লাখ ৪৯ হাজার ৬০৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।

সারাবাংলা/আরডি/এনএইচ

এসএসসি ও সমমান পরীক্ষা জিপিএ-৫ ফল পুনঃনিরীক্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর