ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না নুরুন্নাহারের
১ জুন ২০১৯ ১৩:২৯
ঢাকা: রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে কনস্ট্রাকশনের মিক্সার গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নুরুন্নাহার (২৫) নামের এক নারী মারা গেছেন। এসময় আহত হয়েছেন তার স্বামী মোটরসাইকেল চালক আব্দুল হালিম (৩০) আহত হয়েছে।
শুক্রবার (৩১ মে) দিবাগত রাত ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নিহতের স্বজন মরিয়ম আক্তার জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার লাকপুর গ্রামে। ঢাকায় বাড্ডা নতুন বাজার এলাকায় থাকতেন এই দম্পতি। পেশায় গাড়িচালক ছিলেন আব্দুল হালিম, নুরুন্নাহার ছিলেন গৃহিনী। তাদের দুইটি ছেলে রয়েছে।
মরিয়ম জানান, গত রাতে ঈদের কেনাকাটা করতে নিউমারকেটের উদ্দেশে রওনা দেন স্বামী স্ত্রী। সেখান থেকে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী জানান, আজিজ সুপার মার্কেটের সামনে কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত সিমেন্টের মিক্সার গাড়ি চাপা দেয় আব্দুল হালিমের মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলেই মারা যান তার স্ত্রী নুরুন্নাহার। আহত হন আব্দুল হালিম। তবে তার আঘাত গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মিক্সার গাড়িটি জব্দ করা হয়েছে ও এর চালককে আটক করা হয়েছে বলেও জানান এসআই।
সারাবাংলা/এসএমএন