Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গাসহ ২ জনের মৃত্যু


১ জুন ২০১৯ ১১:৩৭ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ১৪:০১

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক। বিজিবির দাবি, নিহতরা মাদক পাচারকারী।

শনিবার (১ জুন) ভোরে টেকনাফের দমদমিয়ার কে কে খাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার হ্নীলার রঙ্গিখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সুলতান আহমদের ছেলে আব্দুল গফুর(৪০) ও কেরুনতলী এলাকার মৃত শরীফ আহমদের ছেলে মো. সাদেক (২৩)।

টেকনাফের ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান বলেন, দমদমিয়া খালের মুখ দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। বিজিবির অবস্থান টের পেয়ে গুলি ছুঁড়তে থাকে ইয়াবা পাচারকারীরা। আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ইয়াবা পাচারকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে পাওয়া যায় এক লাখ ইয়াবা।

পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সারাবাংলা/এসএমএন

টেকনাফে বন্দুকযুদ্ধ বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধ মাদক পাচারকারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর