Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার শতায়ু কামনা করে আ.লীগের দোয়া-ইফতার মাহফিল


৩০ মে ২০১৯ ২৩:০৫

ঢাকা: দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতায়ু কামনা করে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এই আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসতে পারেননি।

বিজ্ঞাপন

তার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন। নেতাকর্মীদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের নেত্রীকে শতায়ু করো। গোটা বাংলাদেশকে ওনি যেভাবে সাজাতে চাচ্ছেন, তার জন্য ৫ বছর ১০ বছর যথেষ্ঠ নয়। শেখ হাসিনাকে তুমি আমাদের ভিতরে রক্ষা করো। এটাই হোক আজকে এই মুহূর্তে ইফতারের আগে আমাদের মোনাজাত।’

এক/এগারোর সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও নেতাকর্মীদের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমরা জানি সত্যের জয় হবেই হবে। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনার মুক্তির দাবিতে বাংলাদেশে একের পর আন্দোলন হয়েছে। শুধু ঢাকা মহানগর নয় সারাদেশে আওয়ামী লীগের কর্মীরা, সমর্থকরা, শুভার্থীরা নেত্রীর মুক্তির দাবি করেছিল। আর যারা বলেছিল শেখ হাসিনা জীবিত থেকে জেলখানা থেকে বের হতে পারবে না, তাদের পরাজয় হয়েছে।’

অনুষ্ঠানে বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘এবার আমরা লক্ষ্য করেছি, সরকারের কঠোর পদক্ষেপের কারণে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বাড়েনি। সমস্ত কিছুর দাম নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তিনি সুস্থ হয়ে দেশে ফিরে এসে ঈদে মানুষের যাত্রা নির্বিঘ্ন করার জন্য ব্যবস্থা নিয়েছেন। আমরা আশা করছি, আমরা সবাই খুশির সঙ্গে, আনন্দের সঙ্গে ঈদ পালন করবো।’

বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজ সেজন্যই আমরা ঘুরে দাঁড়িয়েছি। যার জন্য জাতির এই পরম্পরা, আসুন সেই প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া কামনা করি। আপনারা জানেন, আল্লাহ ইফতারের আগে দোয়া কবুল হয়।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ আজকে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। আমরা পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায়। তাই নেতাকর্মীদের অনুরোধ করবো, আমাদের সবাইকে বিনয়ী হতে হবে। ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়। যেহেতু আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছি তাই দল এবং দলের দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা যাতে ঠিক থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।’

ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান সর্দার। দোয়া মোনাজত থেকে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ অনেকে।

অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক আকতার হোসেন।

সারাবাংলা/এনআর/এমও

আওয়ামী লীগ ইফতার ইফতার ও দোয়া মাহফিল শেখ হাসিনা

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর