Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদযাত্রায় ডিএমপির বিশেষ নির্দেশনা


৩০ মে ২০১৯ ২১:৪৯

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীর ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় ঈদ উপলক্ষে যাত্রাপথে কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে কিংবা পুলিশের সহযোগিতার প্রয়োজন হলে টহল পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে জনবহুল সড়ক ও পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

যেকোনো জরুরি পুলিশি সহযোগিতার জন্য পুলিশ কন্ট্রোল রুমের ০১৭১৩-৩৯৮৩১১, ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০ নম্বরে যোগাযোগ করা বলা হয়। পাশাপাশি ট্রাফিক কন্ট্রোল রুমের ০১৭১১-০০০৯৯০, ০১৭০৭-৮০৬১১১, ০১৭০৭-৮০৬২২২, ০১৭০৭-৮০৬৮৮৮ নম্বরের যোগাযোগ করা যাবে।

এছাড়া জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ যোগাযোগের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে যানবাহনে চলার সময় বা ট্রাফিক জ্যাম পড়লে গাড়ির জানালা বন্ধ রাখা, অপরিচিত কারও সঙ্গে ভাগাভাগি করে গাড়ি ভাড়া না করা বা গাড়িতে না উঠা, মধ্য কিংবা শেষ রাতে বাসস্ট্যান্ডে নামলে সতর্কতার সঙ্গে চলাচল করা, তাড়াহুড়া করে কিংবা ঝুঁকিপূর্ণ অবস্থায় বাসে না ওঠাসহ ১৪টি নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএইচ/এমও

ঈদ ঈদযাত্রা ডিএমপি ডিএমপির নির্দেশনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর