Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুটনৈতিকদের সম্মানে জাতীয় পার্টির চেয়ারম্যানের ইফতার মাহফিল


৩০ মে ২০১৯ ২০:৪২

ঢাকা: কুটনৈতিকদের সম্মানে জাতীয় পার্টির চেয়ারম্যানের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) হোটেল ওয়েস্টিনে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, ‘মাহে মহজানের পবিত্রতায় সারাবিশ্বে  শান্তি প্রতিষ্ঠিত হোক। মাহে রমজানের শিক্ষায় আমাদের জীবন আরও উন্নত ও সম্বৃদ্ধ হোক।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারহেন হোল্ড, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি এনিক বুরদিন, ভূটানের রাষ্ট্রদূত সোনাম তবদেন রাগবি, ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাবিদ সেলিম আব্দুল্লাহ আল আলাই, ভারতের ডেপুটি হাই কমিশনার বিশ্বদিপ দে, চাইনিজ অ্যাম্বাসেডর, কাতারের অ্যাম্বাসেডর, আফগানিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স, জাপানের চার্জ দ্য অ্যাফেয়ার্স, ইন্দোনেশিয়ান অ্যাম্বাসির ফাস্ট সেক্রেটারি, ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি, নেপালের চার্জ দ্য অ্যাফেয়ার্স, ভিয়েতনামের ফাস্ট সেক্রেটারী, লিবিয়ান অ্যাম্বাসির কাউন্সিলরসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এছাড়া শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কৃষিমন্ত্রী ডা. আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ্, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান, লেফটেনেন্ট জেনারেল (অব.) আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জাতীয় পার্টি থেকে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য- কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, হাবিবুর রহমান, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, এটিআউ তাজ রহমান, সোলেমান আলম শেঠ, আলহাজ্ব আতিকুর রহমান, আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু, লে. জে. অব. মাসুদ উদ্দিন চৌধুরীসহ অনেকে।

সারাবাংলা/এএইচএইচ/এমআই

ইফতার জাতীয় পার্টি ভারপ্রাপ্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর