হোয়াইট হাউজের সামনে গায়ে আগুন দিয়ে যুবকের আত্মহত্যা (ভিডিও)
৩০ মে ২০১৯ ১৮:১১ | আপডেট: ৩০ মে ২০১৯ ১৯:৩০
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে এক যুবক নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম অর্ণভ গুপ্ত (৩৩)। স্থানীয় সময় বুধবার (২৯ মে) বিকেলে একটি পার্কে এ ঘটনা ঘটে। অর্ণভের মৃত্যুর কথা নিশ্চিত করেছে ন্যাশনাল পার্কের পুলিশ ডিপার্টমেন্ট। তবে কোনো রাজনৈতিক উদ্দেশে সে গায়ে আগুন দিয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। খবর এবিসি নিউজের।
https://www.youtube.com/watch?v=jA5UMNxLQgM
ন্যাশনাল পার্ক সার্ভিস এক বিবৃতিতে জানায়, দগ্ধ অর্ণভ গুপ্ত মারা গেছেন। এ বিষয়ে তদন্ত করছেন মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট। এর আগে, মেরিল্যান্ড পুলিশ অর্ণভের নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছিল। সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গায়ে আগুন নিয়ে দগ্ধ ব্যক্তিটি শান্তভাবে হেঁটে আসছে। ফায়ার ইস্টিংগুয়িশার দিয়ে তার গায়ের আগুন নেভানোর চেষ্টা করছেন পার্কের পুলিশ সদস্যরা।
সংবাদ মাধ্যম ডেইলি মেইল বলছে, অগ্নিদগ্ধ অর্ণভের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাই তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সারাবাংলা/ এনএইচ