Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা


৩০ মে ২০১৯ ১৭:৫২ | আপডেট: ৩০ মে ২০১৯ ১৭:৫৪

ঢাকা: অবৈধভাবে ১১০ কোটি টাকা অর্জন ও পাচারের অভিযোগে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩০ মে) দুদকের সহকারী পরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে বাগেরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন বলে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, অনুসন্ধানে আব্দুল মান্নানের পরিবার ও তার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৩০টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। হিসাবগুলোতে ১১০ কোটি ৪৬ লাখ ৩৬ হাজার ৫৪৩ টাকা জমা হয়েছে। এর মধ্যে বিভিন্ন ব্যাংক থেকে ১১০ কোটি ৩১ লাখ ৯ হাজার ১৩৫ টাকা ওঠানো হয়েছে। অর্থাৎ ব্যাংক হিসাবগুলোতে ১১০ কোটি টাকার ওপর লেনদেনের তথ্য পাওয়া গেছে। কিছু টাকার জমি কেনা হলেও বাকি টাকার হদিস পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, এসব টাকা পাচার হয়েছে।

প্রনব আরও জানান, বাগেরহাট পৌরসভা ও বাগেরহাটের জনগণের সাথে প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এসজে/জেএএম

দুদকের মামলা নিউ রিয়েল এস্টেট