ঈদে টানা ৯ দিন বন্ধ থাকছে দুই পুঁজিবাজার
৩০ মে ২০১৯ ১৫:০৫ | আপডেট: ৩০ মে ২০১৯ ১৫:০৮
ঢাকা: ঈদ-উল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে দেশের দুই স্টক এক্সচেঞ্জ। বৃহস্পতিবার (৩০ মে) ঢাকা ষ্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো: শফিকুর রহমান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার ঈদ-উল ফিতরের আগে ঢাকা ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে শেষ লেনদেন হয়েছে। ঈদের পর আগামী ৯ জুন রোববার থেকে পুনরায় লেনদেন শুরু হবে।
ঈদ উপলক্ষে ৪ জুন থেকে ৬ জুন তিন দিন সরকারি ছুটি। অন্যদিকে, ৭ ও ৮ জুন যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় ওই দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে। এছাড়াও, আগামী ৩১ ও ১ জুন যথাক্রমে শুক্র ও শনিবার ও ২ জুন রোববার শবে কদর হওয়ায় হওয়ায় এই তিনদিনও সরকারি ছুটি। আগামী ৩ জুন সোমবার সরকারি ছুটি নেই। তবে ডিএসই‘র পরিচালনা পর্ষদ ৩ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে, টানা ৯ দিন বন্ধ থাকছে দেশের দুই পুঁজিবাজার।
সারাবাংলা/জিএস/জেএএম
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পুঁজিবাজার