Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বাসচাপায় হেলপারের মৃত্যু


৩০ মে ২০১৯ ১১:৪৯

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় এনা পরিবহনের এক হেলপারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে কামারখন্দের মফিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃতের পরিচয় এখনও পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকাল ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের মফিজ মোড়ে বুড়িমারি থেকে ঢাকাগামী বরকত পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরিতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় কেউ হতাহত না হলেও রাস্তায় যানবাহন আটকে যায়। এতে মহাসড়কের দু’পাশে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

এ সময় অপেক্ষমান এনা পরিবহনের হেলপার দুর্ঘটনার স্থানটি দেখতে যাওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে পেছনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ

সড়ক দুর্ঘটনা হেলপারের মৃত্যু

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর