Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দানিয়ুব নদীতে নৌকাডুবি, ৭ জনের মৃত্যু


৩০ মে ২০১৯ ১১:০০

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের ঐতিহাসিক দানিয়ুব নদীতে একটি নৌযান ডুবে অন্তত সাত যাত্রীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৯ জন।

ডুবে যাওয়া ওই নৌকায় ৩৩ জন যাত্রী ছিলেন। এদের বেশিরভাগই দক্ষিণ কোরিয়া থেকে আসা পর্যটক। নদীতে ঘুরে বেড়ানোর সময় আরেকটি নৌযানের ধাক্কায় ডুবে যায় পর্যটকদের বহনকারী নৌকাটি।

বুধবার স্থানীয় সময় রাত ৮টায় এই দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া নৌযানটির নাম সম্ভবত মারমেইড, দুইতলা বিশিষ্ট এই যানটির ধারণক্ষমতা ছিল ৪৫ জন।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, এখন পর্যন্ত তাদের দেশের ১০ নাগরিক নিখোঁজ। তাদের খুঁজতে সরকারের পক্ষ থেকে হাঙ্গেরিতে একটি উদ্ধারকারী দল পাঠানোর চিন্তা করা হচ্ছে।

তবে হাঙ্গেরি সরকারের পক্ষ থেকেও যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত নৌকা, ডুবুরি, স্পটলঅইট এবং হাডার স্ক্যানিং এর মাধ্যমে উদ্ধার অভিযান চলছিল।

উদ্ধারকারী দলের সদস্যরা বলছেন, দানিয়ুব নদীতে স্রোতের টান খুব বেশি। তাই এই নিখোঁজ ১৯ যাত্রীকে খুঁজে না পেলে স্রোতের টানে তাদের আরও দূরে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এসএমএন

দানিয়ুব নদী নৌকাডুবি পর্যটক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর