দিনাজপুরে রাস্তার পাশে মিলল দুই যুবকের লাশ
৩০ মে ২০১৯ ১১:০১ | আপডেট: ৩০ মে ২০১৯ ১৪:৩১
দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে রাস্তার পাশ থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) সকালে ওই দুটি মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভীন।
মৃতরা হলেন- বীরগঞ্জ উপজেলার দেবীপুর এলাকার রাজেন্দ্রনাথ রায়ের ছেলে বিপ্লব চন্দ্র রায় (২৫) ও মদনপুর এলাকার আজাহার আলীর ছেলে হানিফুর রহমান (২৮)।
স্থানীয়রা জানান, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পাশে নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাঁচা রাস্তার পাশে ওই দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভীন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
সারাবাংলা/এমএইচ