Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ ৩ জনের মৃত্যু


২৯ মে ২০১৯ ১৯:৫১

চাঁদপুর: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন (২৬) ও আবু বকর সিদ্দিক বাবু (২৭) নামে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মে) বিকেলে কচুয়া গৌরিপুর সড়কের বাতাপুকুরিয়ায় মোটরসাইকেলকে একটি মাইক্রোবাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আবু বকর সিদ্দিক বাবু কচুয়া উপজেলার সাচার গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও মহিউদ্দিন কুমিল্লার চান্দিনা উপজেলার কংগাই গ্রামের আব্দুল মুনাফের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে কচুয়াগামী একটি মাইক্রোবাস শিমুলতলী এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। সেখান থেকে গুরুতর অবস্থায় দুজনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উল্যাহ ওলিবলেন, মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, চাঁদপুর-রায়পুর সড়কের বাগড়া বাজার এলাকায় আনন্দ পরিবহনের বাসচাপায় একটি শিশুর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক ওই শিশুর নাম পরিচয় জানা যায়নি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমএইচ

মামা-ভাগ্নের মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর