Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিপিবির সাবেক সাধারণ সম্পাদকের মরদেহে আ.লীগের শ্রদ্ধা নিবেদন


২৯ মে ২০১৯ ১৯:২৩

ঢাকা: বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ আবু জাফর আহমেদের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

বুধবার (২৯ মে) সকাল ১০টায় সৈয়দ আবু জাফর আহমেদের মরদেহ সিপিবির কেন্দ্রীয় কার্যালয় পুরান পল্টনের মুক্তিভবনে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। এসময় আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য নূহ আলম লেলিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, উপদফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

সৈয়দ আবু জাফর দীর্ঘদিন ধরে নিউমোনিয়া, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং হৃদরোগে ভুগছিলেন। তিনি সর্বশেষ বিরল স্টিভেন-জনসন সিনড্রোমে আক্রান্ত হন। তাকে গত ২০ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ ১৯৫৪ সালের ১১ জুলাই মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ মনোয়ার আলী এবং মা সৈয়দা আমিরুন্নেসা খাতুন। সৈয়দ আবু জাফর আহমেদ দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে উচ্চতর পড়াশোনার জন্য তিনি ১৯৭৯ সালে জার্মানি যান।

ছাত্রজীবন থেকে ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। সিলেটে চা শ্রমিক হত্যার প্রতিবাদ করতে গিয়ে ১৯৭২ সালে সৈয়দ আবু জাফর প্রথম কারাবরণ করেন। জেল থেকে ছাড়া পাওয়ার অব্যবহিত পরই আবার ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে তিনি গ্রেফতার হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় ফের তিনি গ্রেফতার হন এবং বিনা বিচারে দীর্ঘ এক বছর জেলজীবন কাটান। তিনি সিপিবির দশম ও একাদশ কংগ্রেসে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমআই

আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক সিপিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর