ঢাকা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
২৯ মে ২০১৯ ১৮:৩৬ | আপডেট: ২৯ মে ২০১৯ ১৯:০৬
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন স্থানে দুর্নীতিবিরোধী অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ মে) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
দুদকের উপপরিচালক জানান, ঢাকা মেডিকেল ছাড়াও কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় বাঁকখালী নদীর দখল, পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে, সাতক্ষীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ির মহালছড়িতে অভিযান পরিচালনা করে দুদক।
প্রনব কুমার ভট্টাচার্য্য আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক্স-রে, এমআরআই এবং সিটি স্ক্যান করার জন্য অতিরিক্ত অর্থ প্রদান করতে হয় এরকম অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দেখা যায়, এক্স-রে করানোর ক্ষেত্রে রশিদের অতিরিক্ত টাকা নেওয়া হয়, এমআরআই এবং সিটি স্ক্যান করানোর ক্ষেত্রে রশিদ ব্যতিরেকেই টাকা গ্রহণ করা হয়। হাসপাতালে কর্মরত আনসার সদস্যগণ এ অনিয়মের সঙ্গে জড়িত বলে দুদক টিমের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।
এ সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের সঙ্গে কথা বললে তিনি জানান, অভিযুক্ত আনসার সদস্যদের অবিলম্বে বদলি করা হবে। এছাড়া সে সকল সেবার মূল্য তালিকা নেই, সেগুলোও অবিলম্বে টানানো হবে।
কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় বাঁকখালী নদীর দখল করা হচ্ছে এরূপ অভিযোগের প্রেক্ষিতে দুদক অভিযান পরিচালনা করেছে উল্লেখ করে প্রনব ভট্টাচার্য্য বলেন, ‘দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক রতন কুমার দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। একজন প্রভাবশালী ওই এলাকার দখলদারদের নেতৃত্ব দিচ্ছেন।’
এ বিষয়ে কক্সবাজার জেলার জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরের পরে পর্যায়ক্রমে দখলদারদের উচ্ছেদ করে নদী উদ্ধার করা হবে।’
এছাড়া পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের বদলি, পেনশন, জিপিএফ লোন ইত্যাদি নানাবিধ সেবাপ্রাপ্তিতে ঘুষ-লেনদেন ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল-এর একটি এনফোর্সমেন্ট টিম। ঘটনাস্থলে গিয়ে দুদক দেখতে পায়, জানুয়ারি মাসে পেনশনের আবেদন করা হলেও তা ফাইলে উত্থাপিত হতে এপ্রিল মাস পর্যন্ত লেগে যায়। এছাড়াও বদলির ক্ষেত্রে বেশ কিছু নিয়ম করা হয়েছে। যোগ্য প্রার্থীকে বদলি না করে অনৈতিকভাবে অযোগ্য প্রার্থীকে বদলি করা হয়েছে।
দুদক কর্মকর্তা আরও জানান, নানাবিধ অনিয়মের অভিযোগে সাতক্ষীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুদক সমন্বিত জেলা কার্যালয়, খুলনা। দুদক টিম ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ঔষধের তালিকা ও হাসপাতালের ইনভেনটরির ঔষধ মিলিয়ে দেখে। এ বিষয়ে সকল তথ্য সংগ্রহ করে দুদক টিম তাদের অবজারভেশন কমিশন উপস্থাপন করবে। এছাড়া খাগড়াছড়ির মহালছড়িতে গ্রামীণ এলাকায় রাস্তা নির্মাণে বালুর পরিবর্তে পাহাড়ের মাটি ব্যবহারের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি। এ বিষয়ে দুদক টিম উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলে ঠিকাদারকে সতর্ক করা হয়।
সারাবাংলা/এসজে/এমআই