Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতল শীত আর শৈত্য


৩১ জানুয়ারি ২০১৮ ০৯:৫৮

মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর

মাঘের ১৮ তারিখ। শীত একদম তার শেষ অধ্যায়ে চলে এসেছে। আর যাওয়ার আগে একটা শৈত্য প্রবাহ একদম যাবার আগে আমাদের নীল রঙে রাঙ্গিয়ে দিচ্ছে। তার প্রভাবে সারাদেশে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

আজকে ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রায় অনেক বেশি যে কষ্ট হবে তা না কিন্তু। দিনের বেলা প্রচুর রোদ পাওয়া যাবে। শীতল দিনে এই রোদ গায়ে বেশ মিঠা লাগবে। মনে হবে যেন সব কাজ-টাজ বাদ দিয়ে রোদ মেখেই বসে থাকি। কিন্তু তাও কী হয়? আজ বুধবার না?

মিঠা রোদের কথা যদি বলতেই হয় তাহলে কিন্তু আরও খবর আছে। রোদ যে আসবে আকাশের মেঘগুলি তখন কী করবে? মেঘের দেশ থেকে আজকের খবর হচ্ছে তারা আমাদের আকাশ সীমায় আজ তাদের কোনো কাজ নেই, তবে একদম রাজ্যপাট গুটিয়ে তারা হাওয়া হচ্ছেন না। ৩০ শতাংশ মেঘদূত রয়ে যাচ্ছেন। তবে তারা আকাশেই থাকবেন, বৃষ্টি হয়ে নেমে আসার কোনো পরিকল্পনা তাদের মনে নেই!

অতিবেগুনী রশ্মির দাপটে আজ ঘরের বাইরে পা রাখা যায়। তাকে প্রশমিত করতে ঢাল-তরোয়াল, থুক্কু সানস্ক্রিন-সানগ্লাস লাগবে, স্কার্ফ ছাতাও সঙ্গে রাখতে পারেন যদি ভরা দুপুরে বের হওয়া পরে আর কি!

মাটিতে তেমন কুয়াশা নেই তবে নদী পথে কুয়াশা ভারি হয়ে উঠতে পারে। ভোরের দিকে নৌ চলাচল ব্যাহত হতে পারে। আর সবাইকে ছাপিয়ে আজকের চ্যাম্পিয়ন হচ্ছে বাতাস।
এমন শীতের দিনে আমাদের তো ঘর থেকে বের হতেই হবে। তাই শীতের প্রস্তুতি নিয়েই ঘর থেকে বের হই। বাতাস শুধু নাক কান না চোখ দিয়েই ঢুকে। সে রকম ব্যবস্থা নিয়ে নেই।
যারা বাইকে চলাফেরা করেন তারা অবশ্যই বাতাস থেকে বেঁচে চলবেন আর বাড়িতে শিশুদের নিরাপদে রাখবেন।

বিজ্ঞাপন

নিরাপদে কাটুক সবার শৈত্যের শীতলতা।

শুভ সকাল

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর