সোনা বৈধ করতে ১ হাজার টাকা কর নির্ধারণ করলো এনবিআর
২৯ মে ২০১৯ ১৬:০৮ | আপডেট: ২৯ মে ২০১৯ ১৬:৪১
ঢাকা: সোনা বৈধ করতে ১ হাজার টাকার কর নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২৮ মে) এনবিআরের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
নতুন নিয়মে প্রতি ভরি সোনা ও সোনার অলংকারে ১ হাজার টাকা, হীরায় ৬ হাজার টাকা ও রুপায় ৫০ টাকা আয়কর দিতে হবে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, অনুমোদিত ডিলার, ব্যবসায়ীর অঘোষিত ও মজুত করা এবং ঘোষিত সোনা, হীরা ও রুপার ওপর আয়কর কমানো হয়েছে। তবে, সরকার ঘোষিত কর ছাড় পেতে হলে ব্যবসায়ীকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে হবে এবং রিটার্ন দাখিল করতে হবে।
একই সঙ্গে আগামী ৩০ জুনের মধ্যে অঘোষিত ও মজুত করা সোনা, রুপা ও হীরার সম্পর্কে ঘোষণা দিয়ে কর দিতে হবে। করের চালান সংশ্লিষ্ট ডিলার, ব্যবসায়ী বা স্বর্ণালঙ্কার প্রস্তুতকারীর আয়কর রিটার্নের সঙ্গে দাখিল করতে হবে।
সোনা, রুপা ও হীরা ব্যবসায়ীদের আয়করের পরিমাণ কমানো দেওয়া এ প্রজ্ঞাপন ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
সারাবাংলা/এসজে/জেএএম