Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জনের মৃত্যু


২৯ মে ২০১৯ ১৫:৩২ | আপডেট: ২৯ মে ২০১৯ ১৫:৩৮

কুমিল্লা: কুমিল্লার সীমান্তবর্তী নাটাপাড়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জনের মৃত্যু হয়েছে। একই রাতে বৌয়ারা বাজার সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মে) গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম পৌরসভার সীমান্তবর্তী নাটাপাড়ায় এবং কুমিল্লার সদর উপজেলার বৌয়ারা বাজার সীমান্তে পৃথক দুটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। মৃত ও আহতরা মাদক ব্যবসায়ী বলে দাবি বিজিবির।

বিজ্ঞাপন

রুবেল চৌদ্দগ্রাম উপজেলার আমানল্লা গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং সেলিম একই উপজেলার শালুকিয়া (আদর্শগ্রাম) গ্রামের আলী আহাম্মদের ছেলে।

কুমিল্লার ১০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘রুবেল ও সেলিম বিজিবি এবং পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মঙ্গলবার গভীর রাতে চৌদ্দগ্রাম পৌর এলাকার নাটাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী রুবেল ও সেলিমসহ তাদের সহযোগীদের অবস্থানের খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা ওই স্থানে বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এতে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে রুবেল ও সেলিম  নামে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে আহত মাদক ব্যবসায়ীদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে।’

কর্ণেল আবু মোহাম্মদ মহিউদ্দিন আরও বলেন, ‘এর আগে রাত সাড়ে ১০টায় কুমিল্লা সদর উপজেলার বৌয়ারা বাজার সীমান্তের মান্দারি কবরস্থানের কাছে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন নারায়ণগঞ্জ জেলার ঝাউলচর গ্রামের বকুল ও কুড়িগ্রামের নাগেশ্বরি উপজেলার আবদুল করিম।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

২ জনের মুত্যু কুমিল্লা বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর