Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রাইস্টচার্চে হতাহতদের অর্ধ-কোটি টাকা দিলেন আলোচিত ‘ডিম বালক’


২৯ মে ২০১৯ ১৪:০০

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলায় ক্ষতিগ্রস্তদের প্রায় ৬৯ হাজার মার্কিন ডলার সহায়তা দিয়েছেন ‘ডিম বালক’ নামে খ্যাতি পাওয়া অস্ট্রেলীয় কিশোর উইল কনোলি (১৭)। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৫৮ লাখ ৪১ হাজার টকারও বেশি। খবর বিবিসির।

উইল কনোলি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, মামলা পরিচালনার জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে তাকে যে অর্থ সহায়তা দেওয়া হয়েছিল। সে অর্থ তিনি দান করেছেন নিউজিল্যান্ডের মসজিদে হামলায় হতাহতদের জন্য।

বিজ্ঞাপন

উইল কনোলি লিখেন, তহবিলের অর্থ ক্রাইস্টচার্চ ফাউন্ডেশন অ্যান্ড ভিক্টিমস সাপোর্ট-এ দেওয়া হলো। এই অর্থ আমার জন্য নয়। যারা এই উদ্যোগে জড়িত ছিলেন তাদের ধন্যবাদ। আমি আশা করি এই সাহায্য ক্ষতিগ্রস্তদের কিছুটা স্বস্তি দিবে।

গত মার্চ মাসে মুসলিম অভিবাসন বিরোধী ও বিতর্কিত অস্ট্রেলীয় সিনেটর ফ্রেশার অ্যানিং-এর মাথায় ডিম ভেঙে আলোচনায় আসেন উইল কনোলি। তার সেই কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বর্ণবৈষম্যের প্রতিবাদে এই কাজ করেছেন বলে জানান কনোলি। তাকে আইনি ফ্যাসাদ থেকে বাঁচাতে তহবিলের মাধ্যমে অর্থ উত্তোলন করা হয় সারাবিশ্ব থেকে। যদিও পরবর্তীতে পুলিশ সতর্ক করে ছেড়ে দেয় কনোলিকে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়নি। তহবিলের সেই অর্থই এবার দান করলেন উইল কনোলি।

প্রসঙ্গত, বিতর্কিত ফ্রেশার অ্যানিং ১৮ মে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার নির্বাচনেও হেরে গেছেন।

সারাবাংলা/এনএইচ

অর্থ দান অস্ট্রেলিয়া ক্রাইস্টচার্চ সন্ত্রাসী হামলা ডিম বালক তহবিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর