Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কিশোরসহ ৪ ‘ছিনতাইকারী’ গ্রেফতার


২৯ মে ২০১৯ ১৩:৫২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে এক কিশোরসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালী থানা পুলিশের দাবি, তারা ছিনতাইয়ের জন্য জড়ো হয়েছিল।

বুধবার (২৯ মে) ভোরে চট্টগ্রাম নগরীর নতুন (বটতলী) রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতারের সময় দুইটি ছোরাও পাওয়া গেছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

গ্রেফতার চারজন হল- তুহিন (২৭), সাইফুল ইসলাম সুমন (৩২) ও মোক্তার হোসেন (৩৬) এবং ১৪ বছর বয়সী এক কিশোর।

ওসি মহসীন সারাবাংলাকে বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন বিপণী বিতানে রাতে ছিনতাই করে গ্রেফতার চারজন। রেলস্টেশন এলাকায় তারা অবস্থান করে। কিশোর বয়সী ছেলেটি বিভিন্ন বিপণী বিতানে গিয়ে প্রথমে রেকি করে। তারপর বাকি তিনজন এর প্রবেশমুখে অবস্থান নেয়। সুযোগ বুঝে ছিনতাই করে আবার তারা রেলস্টেশনে চলে আসে।

সারাবাংলা/আরডি/এসএমএন

কিশোর ছিনতাইকারী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর