সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ ‘বনদস্যু’র মৃত্যু
২৯ মে ২০১৯ ১২:০৬ | আপডেট: ২৯ মে ২০১৯ ১২:০৮
বাগেরহাট: পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চারজনের মৃত্যু হয়েছে। র্যাবের দাবি, এরা সবাই বনদস্যু হাসান বাহিনীর সদস্য।
মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।
র্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম জানান, সুন্দরবনে সম্প্রতি বনদস্যুদের আনাগোনা বেড়ে যাওয়ায় র্যাবের একটি দল মঙ্গলবার রাতে অভিযানে নামে। দলটি রাত ১২টার দিকে সুন্দরবনের জোংড়ার খাল এলাকায় পৌঁছলে র্যাবকে লক্ষ্য করে বনদস্যুরা গুলি ছোঁড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি চালালে থেমে থেমে বেশ কিছু সময় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। পরে পিছু হটে দস্যুরা। তবে এরপর সেখানে চার দস্যুর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। আশপাশের বনজীবীরা চারজনের মধ্যে একজনকে বনদস্য হাসান বাহিনীর প্রধান বলে সণাক্ত করেন। তারা জানান, বাকিরাও ওই বাহিনীরই সদস্য।
এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ ও দস্যুদের ব্যাহৃত মালামার উদ্ধার করা হয়।
সারাবাংলা/এসএমএন