মান পরীক্ষায় পাস করে পুনরায় বাজারজাতের অনুমতি পেল ৩ পণ্য
২৯ মে ২০১৯ ০৯:৩৪ | আপডেট: ২৯ মে ২০১৯ ০৯:৩৫
ঢাকা: বিএসটিআই এর পরীক্ষায় নিম্নমান প্রমাণিত হওয়ায় বাজার থেকে তুলে ধ্বংসের নির্দেশ দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২ টি পণ্যের মধ্যে তিনটি পুনরায় বাজারজাতের অনুমতি পেয়েছে। মান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে এসব পণ্যের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)।
পণ্য তিনটি হলো এসিআইর লবণ, প্রাণের কারি পাউডার ও নিউজিল্যান্ড ডেইরির ডুডল নুডলস। চলতি সপ্তাহে এই তিন পণ্যের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।
নিম্নমানের ৫২ পণ্য বাজার থেকে তুলে ধ্বংসের নির্দেশ
এর আগে মান পরীক্ষার পর বিএসটিআই ৫২ পণ্যের মধ্যে ৯টির লাইসেন্স বাতিল করে ও বাকি ৪৩টির স্থগিত করে।
বিএসটিআইয়ের পরিচালক এসএম ইসহাক আলী সারাবাংলা’কে জানান, স্থগিতাদেশের পর প্রায় সব কোম্পানি নিজ নিজ পণ্যের মান পুনঃপরীক্ষার মাধ্যমে সংশোধনের উদ্যোগ নেয়। গত সপ্তাহ থেকে নিষিদ্ধ পণ্যগুলো মান পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দফায় এসিআইর লবণ, নিউজিল্যান্ড ডেইরির ডুডল ও প্রাণের কারি পাউডার নির্ধারিত মানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এ কারণে এগুলোর স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সংশোধনের জন্য জমা হওয়া সবগুলো পণ্যের মান পরীক্ষা করা হবে।
প্রাণের লাচ্ছা, রূপচাঁদা তেলসহ ৫২ পণ্য মানে অকৃতকার্য
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যেসব পণ্যের লাইসেন্স স্থগিতাদেশ করা হয়েছে সেগুলোর উৎপাদনকারী কোম্পানিগুলো অধিকাংশই মান সংশোধন করতে পণ্যের নমুনা জমা দিয়েছে। এরই অংশ হিসেবে প্রথম দফায় এই তিনটি পণ্য মান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফলে এগুলো পুণরায় বাজারজাত করার অনুমতি পেয়েছে।
সারাবাংলা/এসএমএন
এসিআই লবন ডুডল নুডলস প্রাণ কারি পাউডার বাজারজাত বিএসটিআই মান পরীক্ষা