Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেগ স্পিনার প্রশ্নে নির্বাক যোশি


২৯ মে ২০১৯ ০২:৩২ | আপডেট: ২৯ মে ২০১৯ ১৩:৩১

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লেগ স্পিনে শ্রেষ্ঠত্ব দেখিয়ে গেল ভারত। হয়তো অলক্ষ্যে বুঝিয়ে দিয়ে গেল যে ‘দেখ, বিশ্বকাপে আমরা এখানেই পার্থক্য তৈরি করে দেব।’ কেন বলছি একথা? মঙ্গলবার (২৮ মে) কার্ডিফের সোফিয়া গার্ডেনসে মাশরাফিদের বিপক্ষে পাওয়া ১০ উইকেটের ৬টিই ছিল লেগ স্পিনারদের দখলে। চায়নাম্যান বোলার যুববিন্দ্র চাহাল ও কুলদ্বিপ যাদবের স্পিন ঘূর্ণি তাদের ম্যাচ থেকেই ছিটকে দিয়েছে। দিনশেষে টিম ৯৫ রানের বিব্রতকর হারে মাঠ ছেড়েছে স্টিভ রোডস শিষ্যরা।

বিজ্ঞাপন

অথচ এই বিভাগটিতেই কিনা বাংলাদেশে একেবারে শূন্য। একজন লেগি নিয়েও বৈশ্বিক আসরে যেতে পারেনি। কালেভদ্রে লেগ স্পিন করা সাব্বির রহমান রোমান লোকেশ রাহুলকে ফেরালেও পাঁচ ওভারে তিনি ছিলেন ব্যয়বহুল। ওভার প্রতি দিয়েছেন ৬ রান। তাছাড়া একজন পার্ট-টাইমারতো আর দলের প্রধান অস্ত্র হতে পারেন না।

এখন উপায় কী? ভাবনাটি নিশ্চয়ই অমূলক নয়। কেননা বিশ্বকাপে খেলা ১০ দলের ৭টিরই লেগি আছে। প্রকারান্তরে বাংলাদেশের নেই একজনও। মূল যুদ্ধের লড়াইয়ে তাহলে টিকে থাকবে কী করবে টাইগাররা? কার্ডিফের গ্ল্যমারগন ক্রিকেট ক্লাবের কাছ থেকে ধার নিয়ে নেটে লেগ স্পিন অনুশীলন করছে ঠিক আছে। কিন্তু মূল ম্যাচেতো আর তারা খেলে দেবে না।

তাহলে কী হবে? জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ দলের স্পিন কোচ সুনীল যোশির কাছে। কিন্তু যোশী সুকৌশলে প্রশ্নটি এড়িয়ে গেছেন।

তিনি বলেন, ‘আপনি জানেন যে ইংল্যান্ডের উইকেট ভিন্ন। আমি নিশ্চিত মূল পর্বের উইকেট আরও বেশি ভাল হবে। আমি ইংল্যান্ডের বেশ কয়েকটি উইকেট দেখেছি যেখানে পাকিস্তান খুব একটা টার্ন পায়নি। উইকেট ফ্ল্যাট ছিল। অতএব এটা নিশ্চিতভাবেই বলা যায় যে মূল পর্বের খেলায় উইকেট ভিন্নই হবে।’

বিজ্ঞাপন

যোশির কাছে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন নিয়েও। ম্যাচটি যারা দেখেছেন তারা হয়তো খেয়াল করেছেন দলীয় ১৬৯ রানে মোহাম্মদ মিঠুনের বিদায়ের পর বাকি ৯৩ রান তুলতে হারিয়েছে ৬ উইকেট। নিঃসন্দেহে বিষয়টি টিম বাংলাদেশের জন্য অশনি সংকেত।

কিন্তু এ বিষয়েও দারুণ ইতিবাচক উত্তরই দিয়েছেন টাইগার স্পিন কোচ। ‘হতাশার দিকে না তাকিয়ে আপনারা আমাদের ছেলেদের ইতিবাচক দিকগুলো দেখুন। আমার মনে হয় আমাদের প্লেয়াররা প্রস্তুতি ম্যাচটিকে বেশ ভালভাবেই কাজে লাগিয়েছে। ব্যাটসম্যানরা ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে, বোলাররাও বোলিংয়ের খুব ভাল সুযোগ পেয়েছে। অতএব এটা আমাদের জন্য একটি সুযোগ যে ভিন্ন কন্ডিশনে এবং ভিন্ন উইকেটে আমরা খেলতে পেরেছি।’

সারাবাংলা/এমআরএফ/আরএ

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ বিশ্বকাপ স্পেশাল ব্যাটিং সুনীল যোশী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর