Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত


২৯ মে ২০১৯ ০১:৪১ | আপডেট: ২৯ মে ২০১৯ ০৩:৪৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) রাত ১২ টার দিকে নগরীর আকবর শাহ থানার কর্ণেলহাট সিডিএ মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন সারাবাংলাকে জানান, চালক কাভার্ড ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার উপর তুলে দেয়। অটোরিকশায় তিনজন যাত্রী ছিলেন। এর মধ্যে দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর মারা গেছে। আহত যাত্রীও একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

অটোরিকশাকে চাপা দেওয়ার নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানটি ফুটপাতে উঠে গেলে কয়েকজন পথচারীও সামান্য আহত হয়েছেন বলে ওসি জানিয়েছেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আমির হোসেন সারাবাংলাকে জানান, নিহতদের মধ্যে আলাউদ্দিন (৩২) নামে একজনের পরিচয় পাওয়া। নিহত আরেকজন আনুমানিক ৬০ বছর বয়সি পুরুষ। আহত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৪০)। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলায়।

দুর্ঘটনায় কাভার্ড ভ্যান ও অটোরিকশার চালক অক্ষত আছেন জানিয়ে ওসি জসিম বলেন, কাভার্ড ভ্যানের চালককে গাড়িসহ আটক করা হয়েছে।

সারাবাংলা/আরডি/আরএ

অটোরিক্সা কাভার্ড ভ্যান দুর্ঘটনা যাত্রী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর