Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ১৯ পদ শূন্য ঘোষণা


২৯ মে ২০১৯ ০১:১৯ | আপডেট: ২৯ মে ২০১৯ ০২:১৬

সপ্তাহ দুয়েক আগে ঘোষিত ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির ১৯টি পদ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার (২৮ মে) দিবাগত মধ্যরাতে, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৯ মে তারিখে সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এর জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে, প্রাথমিকভাবে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগের ১৯টি পদ শূন্য ঘোষণা করা হলো। পরবর্তী সময়ে যাচাই বাছাই করে পদগুলো পূর্ণ করা হবে। বিজ্ঞপ্তিতে ১৯ পদ শূন্য ঘোষণার কথা বলা হলেও কোন কোন পদ শূন্য ঘোষণা করা হয়েছে, তা জানানো হয়নি। এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ছাত্রলীগ কমিটির ‘বিতর্কিত’ ৯৯ জনের নাম প্রকাশ করলেন পদবঞ্চিতরা

এর আগে, গত ১৩ মে ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ। কমিটিতে বিবাহিত, ব্যবসায়ী, ছাত্রদল-শিবির ও মাদকাসক্তদের স্থান দেওয়া হয়েছে অভিযোগ করে ছাত্রলীগের পদবঞ্চিত একটি অংশ কমিটি ঘোষণার পর থেকেই বিক্ষোভ শুরু করে। ওই দিন সন্ধ্যায় তারা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে গেলে ছাত্রলীগের নতুন কমিটিতে পদপ্রাপ্ত ও তাদের সমর্থকদের হামলার শিকার হন। পরে এ ঘটনায় ছাত্রলীগ একটি তদন্ত কমিটি গঠন করে পাঁচ জনকে বহিষ্কার করে

আরও পড়ুন: টিএসসিতে ছাত্রলীগের পদবঞ্চিতদের ওপর হামলা

কমিটিতে পদবঞ্চিতরা অভিযোগ করেন, ছাত্রলীগের এই কমিটির শতাধিক নেতা ‘বিতর্কিত‘। তাদের বাদ দিয়ে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন: রাজু ভাস্কর্যেই ঈদ করবেন ছাত্রলীগের পদবঞ্চিতরা!

এর মধ্যে গত ১৫ মে মধ্যরাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানান, নতুন কমিটির ১৭ জন ‘বিতর্কিত’ বলে অভিযোগ পেয়েছেন তারা। তাদের নির্দোষ প্রমাণে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন তিনি। এই সময়ের মধ্যে নিজেদের নির্দোষ প্রমাণ না করতে পারলে পদ শূন্য ঘোষণা করা হবে বলেও তিনি জানিয়েছিলেন। তবে এর পরদিনই কমিটির ‘বিতর্কিত’ ৯৯ জনের তালিকা প্রকাশ করেন পদবঞ্চিতরা।

আরও পড়ুন: ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির বিরোধিতাকারীদের ওপর হামলা

এদিকে, বিক্ষোভকারীদের ‘বিতর্কিত’ ৯৯ জনের তালিকা আমলে নেওয়া তো দূরেএ কথা, ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ঘোষণা করা ১৭ জন ‘বিতর্কিত’র বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং গত সোমবার (২৭ মে) পূর্ণাঙ্গ কমিটি নিয়েই ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে ছাত্রলীগ।

আরও পড়ুন: অনশনে ছাত্রলীগ নেতাকর্মীরা, সমাধান চান প্রধানমন্ত্রীর কাছে

রোববার (২৬ মে) রাতে এ ঘোষণা আসার পর দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নেন পদবঞ্চিতরা। ‘বিতর্কিত’দের কমিটি থেকে বাদ দেওয়ার দাবি পূরণ না হলে রাজু ভাস্কর্যেই ঈদ করার ঘোষণা দেন তারা। তাদের এই অবস্থান কর্মসূচি এখনো চলছে।

আরও পড়ুন: ‘শিবির জাকিরে’ সূত্রপাত ছাত্রলীগের ২ অংশের মারামারি

সারাবাংলা/কেকে/টিআর

ছাত্রলীগ পূর্ণাঙ্গ কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর