Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ নিষিদ্ধ পণ্যের ওপর থেকে নিষেধাঙ্গা প্রত্যাহার করল বিএসটিআই


২৯ মে ২০১৯ ০০:১২

ঢাকা: নিম্নমানের হওয়ায় ৫২টি খাদ্যপণ্যে নিষেধাজ্ঞা দেওয়ার একমাস না যেতেই দু’টি পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই)। পণ্য দুটি হলো, এসিআই ব্র্যান্ডের লবণ ও নিউজিল্যান্ড ডেইরির ডুডল নুডুলস।

মঙ্গলবার (২৮ মে) খাদ্যপণ্যের রাষ্ট্রায়ত্ত মানসংস্থাটির উপ-পরিচালক রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

রিয়াজুল হক বলেন, ৫২টি ব্র্যান্ডের মধ্যে ৯টির লাইসেন্স বাতিল করা হয়েছে। বাকি ৪৭টির লাইসেন্স স্থগিত রাখা হয়েছিল। যাদের মান নিয়ে প্রশ্ন উঠেছিল তারা ইতোমধ্যেই নিজেদের সংশোধনের প্রচেষ্টা শুরু করেছে। এই পরীক্ষায় এসিআই ব্র্যান্ডের লবণ ও নিউজিল্যান্ড ডেইরির ডুডল নুডুলস উত্তীর্ণ হয়েছে।

বিএসটিআইয়ের উপ-পরিচালক বলেন, পণ্যগুলোর যেসব সমস্যা চিহ্নিত করা হয়েছে কোম্পানিগুলো তা সংশোধনের প্রচেষ্টা চালাচ্ছেন বলে আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। যারা সংশোধন করতে পেরেছে তাদের পণ্য পরীক্ষা করে বাজারজাতকরণের অনুমোদন দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নিউজিল্যান্ড ডেইরির ডুডল নুডলসের মধ্যে ১১ শতাংশ আর্দ্রতা ছিল। যদিও বাংলাদেশের নিয়ম অনুযায়ী সেটা ১০ শতাংশের নিচে থাকার কথা। ইতোমধ্যেই তারা বিষয়টি ঠিক করেছে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে এক সংবাদ সম্মেলনে বিএসটিআই জানায়, মার্চ ও এপ্রিলে ইফতার ও সেহরিতে ব্যবহৃত হয় এমন ২৭ ধরনের খাদ্যপণ্যের ৪০৬টি নমুনা গোপন তৎপরতার মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করে বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। ৪০৬টি নমুনার মধ্যে ৩১৩টির ফল পাওয়া গেছে, যার মধ্যে ৫২টি ব্র্যান্ডের পণ্যের মান নিম্নমানের পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এরপর হাইকোর্ট ওই ৫২টি ব্র্যান্ডের পণ্য বাজার থেকে প্রত্যাহারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় ৫২টি ব্র্যান্ডকে কারণ দর্শানোর নোটিশও দেয় বিএসটিআই। নির্ধারিত সময়ে কারণ দর্শাতে না পারায় ৯টি ব্র্যান্ডের লাইসেন্স বাতিল করা হয়। স্থগিত করা হয় বাকি ৪৭টি ব্র্যান্ডের লাইসেন্স।

সারাবাংলা/ইউজে/আরএ

নিষেধাজ্ঞা পণ্য বিএসটিআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর