Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম রেলস্টেশন থেকে ২ টিকিট ‘কালোবাজারি’ গ্রেফতার


২৮ মে ২০১৯ ২২:৫৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম রেলস্টেশন থেকে ১৮টি আন্তঃনগর ট্রেনের টিকিটসহ দু’জনকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। মঙ্গলবার (২৮ মে) রাত ১০টার দিকে নতুন রেলস্টেশনের সামনে টিকিট বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আতিকুল ইসলাম (২৩) ও শামসুল ইসলাম খানের (২৯) বাড়ি নেত্রকোণা জেলায়। তাদের কাছ থেকে চট্টগ্রাম-ঢাকা রুটের চট্টলা এক্সপ্রেসের একটি এবং চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেসের ১৭টি টিকিট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আরএনবি, চট্টগ্রামের পরিদর্শক মো. আমানউল্লাহ আমান।

বিজ্ঞাপন

তিনি সারাবাংলাকে বলেন, ‘দুই জনই পেশাদার টিকিট কালোবাজরি। তারা কাউন্টার থেকে ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ করে সেগুলো বেশি দামে বিক্রির জন্য অপেক্ষ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।’

গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আরএনবি’র এই কর্মকর্তা।

সারাবাংলা/আরডি/এমও

আন্তঃনগর ট্রেন কালোবাজারি চট্টগ্রাম রেলস্টেশন রেলস্টেশন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর