Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার: বস্ত্র ও পাটমন্ত্রী


২৮ মে ২০১৯ ১৬:৩১ | আপডেট: ২৮ মে ২০১৯ ১৬:৩৬

নারায়ণগঞ্জ: আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। সারা দেশের মত রূপগঞ্জেও ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। রূপগঞ্জের এমন কোন এলাকা নেই যেখানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে রুপগঞ্জ উপ‌জেলার বানিয়াদী এলাকায় ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

দুর্যোগ ব্যবস্থা অধিদফতরের অর্থায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করে শফিক কনস্ট্রাকশ।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হবে। তবে উন্নত দেশে যেতে হলে দেশে বেশ কিছু মেঘা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সে লক্ষ্যেই দেশে একের পর এক মেঘা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আজমত আলী, মুড়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, ‍উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান, সাইদুর রহমান, শহিদুল্লাহ মিয়া, হামিদুল হক খোকন, রফিকুল ইসলাম, জলিল প্রধানসহ অনেকে।

সারাবাংলা/এমএইচ

নারয়ণগঞ্জ বস্ত্র ও পাটমন্ত্রী ব্রিজ উদ্বোধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর