Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ জনের মৃত্যুদণ্ড চায় পিবিআই, বুধবার চার্জশিট


২৮ মে ২০১৯ ১৩:৫৫ | আপডেট: ২৮ মে ২০১৯ ১৪:৪৯

ঢাকা: মাদরাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে  ১৬ জন প্রত্যক্ষভাবে জড়িত  বলে প্রমাণ পেয়েছে  পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই ১৬ জনের  মৃত্যুদণ্ড চেয়ে আগামীকাল আদালতে এ মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে পিবিআই সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামীকাল ৭ শ ২২ পৃষ্ঠার চার্জশিট জমা দেওয়া হবে। এ মামলায় ১৬ জনের সবাই প্রত্যেক্ষ এবং পরোক্ষভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতের প্রমাণ পেয়েছি আমরা। তাই অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে আমরা আদালতে চার্জশিট দিব।

বিজ্ঞাপন

আসামীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানিয়ে পিবিআই প্রধান বনজ কুমার বলেন, এ ঘটনায় চার ভাগে বিভক্তে হয়ে তারা হত্যাকান্ড ঘটিয়েছে। কেউ নির্দেশ দিয়েছে, কেউ গেট পাহারা দিয়েছে আবার কেউ সাইক্লোন সেন্টার পাহারা দিয়ে। আর কেউ থানা ও প্রশাসনকে ম্যানেজ করার দায়িত্ব পালন করেছে। তারা প্রত্যেকেই এ হত্যাকান্ডের জন্য সমানভাবে দায়ী।

তিনি বলেন, যে ১৬ জনের  সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে কাল আদালতে চার্জশিট দেব তারা হলো-অভিযুক্ত অধ্যক্ষ সিরাজ (৫৭) , নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০) , সাইফুর রহমান জোবায়ের (২১), মাকসুদ আলম ওরপে কাউন্সিলর মকসুদ (৫০), জাবেদ হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আফছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা পপি (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন মামুন( ২২), মোহাম্মাদ শামীম (২০), রুহুল আমিন (৫৫) ও  মহিউদ্দিন শাকিল (২০) ।

বিজ্ঞাপন

নুসরাতকে নৃসংসভাবে পুড়িয়ে হত্যাকাণ্ডের  বর্ণনা করতে গিয়ে পিবিআই  প্রধান বলেন, তারা কতটা দৃঢ়তার সঙ্গে এমন নৃসংসতা করেছে এটা ভাবাই যায় না। আমরা সকলেই প্রতিজ্ঞা করেছিলাম যে এ ঘটনায় জড়িতরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে যা সবাই দেখবে। আর এর জন্য সকল প্রয়োজনীয় প্রদক্ষেপ আমরা নিয়েছি। আশা করছি আদালত দৃষ্টান্ত স্থাপন করবেন।

বনজ কুমার মজুমদার বলেন, নুসরাত হত্যা মামলায় অভিযুক্ত ১৬ জনের মধ্যে ১২ জনের জবাববন্দি নেওয়া হয়েছে। জবানবন্দি ও তদন্তে ১৬ জনের প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে। আমরা  এই ১৬ জনের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছি।

এ মামলায়  ৯২ জন আদালতে স্বাক্ষী দিবেন।

আরও পড়ুন: এ সপ্তাহেই নুসরাত হত্যা মামলার চার্জশিট

আরও পড়ুন: নুসরাত হত্যায় কেরোসিন ব্যবহারের প্রমাণ পেয়েছে সিআইডি

পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদার বলেন, গত ২৭ মার্চ নুসরাতের শ্লীলতাহানির অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে নুসরাতের মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এটিকে কেন্দ্র করে ৬ এপ্রিল নুসরাতের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় শুরু থেকে পিবিআই ছায়া তদন্ত করে। পরে ১০ এপ্রিল মামলার তদন্তভার পিবিআই পাওয়ার পর মূল তদন্ত শুরু করি আমরা।

আরও পড়ুন: নুসরাতকে যৌন হয়রানির মামলায় অধ্যক্ষ সিরাজ ফের রিমান্ডে

তিনি বলেন, তদন্তে এজাহারনামীয় ৮জনসহ এজাহার বহির্ভূত আর ৮জনসহ মোট ১৬ জনের বিরুদ্ধে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে। এরপর গুপ্তচর ও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে একে একে সব আসামীকেই গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতারকৃতদের মধ্যে ১২ জনের ১৬৪ ধারায় জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যে প্রমানিত হয় যে

সারাবাংলা/এসএইচ/জেডএফ

চার্জশিট নুসরাত পিবিআই

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর