Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় পথচারীর মৃত্যু


২৮ মে ২০১৯ ১৩:৪২

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলায় পথচারী এক নারীকে চাপা দেওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ওই নারীর মৃত্য হয়।

মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত নারী সেতারা আক্তার (৩২) মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া বাজার এলাকার শাহ আলম ভূঁইয়ার স্ত্রী। শাহআলম ওই ইউনিয়ন পরিষদের সদস্য।

হাইওয়ে পুলিশের বারইয়ার হাট ফাঁড়ির সার্জেন্ট মো. সোহেল সরকার সারাবাংলাকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী স্টার লাইন পরিবহনের একটি বাস দ্রুতবেগে যাবার সময় সড়কে সেতারাকে চাপা দেয়। এপর বাসটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে সেতারা ঘটনাস্থলেই মারা গেছেন।

দুর্ঘটনায় আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সার্জেন্ট সোহেল সরকার।

সারাবাংলা/আরডি/এমআই

ঢাকা-চট্টগ্রাম রুটে সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর