Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দারিদ্রমুক্ত হবে দেশ: হা‌ছিনা গাজী


২৮ মে ২০১৯ ১৩:৩৫

নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ক্ষুদা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করছেন।

মঙ্গলবার (২৮ মে) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাদুন তারাবো পৌরসভা কার্যালয়, নোয়াপাড়া পৌর মাধ্যমিক বিদ্যালয় ও দীঘিবরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ হাজার ৬২১ টি পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ অনুষ্ঠানে হাছিনা গাজী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গরীব, দ‌রিদ্র ও অসহায় মানুষ যেন নি‌‌র্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সেজন্য সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারাবো পৌরসভার মেয়র বলেন, ‘বর্তমান সরকার চায় দেশের একজন মানুষও যাতে না খেয়ে না থাকে। সরকার চায় সবাই যেন স্বাচ্ছন্দে ঈদ উৎসব পালন করতে পারে। এজন্য সরকার কাজ করছে। এ ব্যাপারে সরকারের পাশাপা‌শি সমাজের ধনী ব্যক্তিদের এ‌গিয়ে আসা উ‌চিত। তাহলেই অ‌তি দ্রুত ক্ষুধা ও দা‌রিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে উঠবে।’

হাসিনা গাজী বলেন, ‘কোনো উন্নয়নের ক্ষেত্রে কেউ পিছিয়ে থাকবে না। ২০৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ হিসেবে গড়তে চাই, আর সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।’

এ সময় আরও উপ‌স্থিত ছিলেন, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলামসহ অন্যরা।

বিজ্ঞাপন

পরে দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় সড়ক উন্নয়ন কাজ প‌রিদর্শন করেন হা‌ছিনা গাজী।

সারাবাংলা/এসএমএন

দারিদ্র্যমুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর