Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলের জেলে দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫


২৮ মে ২০১৯ ১১:৪২

মাদক নিয়ে সহিংসতায় ব্রাজিলের কয়েকটি জেলে সহিংসতায় হতাহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় সোমবার (২৭ মে) সংঘর্ষ কবলিত রাজ্য অ্যামজনাস কর্তৃপক্ষ একথা জানায়।

বিবদমান দলগুলোর মধ্যে রোববার সহিংসতা শুরু হয়। মাদক নিয়ন্ত্রণে আধিপত্যের সূত্রধরে একে-অপরের ওপর হামলা চালায় তারা।

বেশ কয়েক বছর ধরে ব্রাজিলের উত্তরাঞ্চলে মাদকের বিস্তার আশঙ্কাজনক-ভাবে বেড়েছে। চোরাকারবারির রুট হিসেবে ব্যবহার করা হয় এই অঞ্চলটিকে। জেলে থেকে আত্মীয়-স্বজনের মাধ্যমে মাদকের কারবার করে মূল হোতারা।

ব্রাজিল সরকার অ্যামজনাস রাজ্যের মাদক নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় জেলখানাগুলোতে প্রায় সহিংসতার ঘটছে।

স্থানীয় মুখপাত্র কর্নেল মার্কোস ভিনিসাস আলমেদিয়া জানান, প্রথম সহিংসতার ঘটনা ঘটে মানাউসে। কারাগারে সাক্ষাতের সময়ে সংঘর্ষের সূত্রপাত হয়। বন্দিরা একে অপরের শরীরে তীক্ষ্ণ টুথব্রাশ বিঁধিয়ে দিয়ে হামলা করে।

সারাবাংলা/ এনএইচ

জেলে দাঙ্গা ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর